ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

শৈলকুপায় কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:৫১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামে এক কিশোরী (১৬) গণধর্ষণের শিকার হওয়ার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে চার জনের বিরুদ্ধে সোমবার (২৪ নভেম্বর) শৈলকুপা থানায় মামলা দায়ের করলে মামলা রুজু হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই তিন জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার খন্দকবাড়িয়া সংলগ্ন উত্তর কচুয়া গ্রামের মৃত কানু হাজীর ছেলে এনামুলের বাড়িতে বিয়ের দাবিতে ওই কিশোরী অনশন শুরু করে। কারণ তার দাবি, ছয় মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছে। তবে বৃহস্পতিবার রাতে এনামুল ফোন করে তাকে বাড়ির বাইরে আসতে বলে। বের হতেই সে তাকে টেনে-হিঁচড়ে পাশের ধানখেতে নিয়ে যায় এবং জোর করে ধর্ষণ করে। এ সময় ওই গ্রামের রইচ বিশ্বাস ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরে রইচ বিশ্বাস ফোনে ডেকে আনেন কামাল বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস এবং রশিদ মন্ডলের ছেলে হাবিবুর রহমানকে। রইচের সহযোগিতা একপর্যায়ে তারা সবাই মিলে কিশোরীকে গণধর্ষণ করে।

ধর্ষণের পর ঘটনাটি কাউকে না বলতে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। পরদিন মেয়েটি এনামুলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করলে গ্রাম্য মাতব্বর ও স্থানীয় মেম্বার মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। সালিশ করে মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেন।

এদিকে ঘটনা বিভিন্ন মাধ্যমে প্রচার হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পুলিশ তদন্ত শুরু করে এবং এক পর্যায়ে গণধর্ষণের তথ্য নিশ্চিত হয়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, ‘ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচারের আশ্বস্ত করলে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা রজুর দুই ঘণ্টার মধ্যেই পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। মূল আসামি এনামুলকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’