জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের কানুপুর রেলগেটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের পরনে ছিল লাল-কালো রঙের গেঞ্জি এবং লুঙ্গি। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রবিদাসপাড়া এলাকার কানুপুর রেলগেটের দক্ষিণ পাশে অজ্ঞাতনামা এক যুবককে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আশপাশের লোকজন তাকে সরে যেতে বললে তিনি প্রথমে রেললাইন থেকে নেমে যান।
কিন্তু কিছুক্ষণ পর আবারও তিনি রেললাইনের ওপর উঠে দাঁড়ান। ঠিক সেই সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেনটি এসে পড়ে। ট্রেনটি দুপুর আনুমানিক পৌনে দুইটার দিকে ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
আক্কেলপুর রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার রেনা পারভীন রূপালী বাংলাদেশকে বলেন, ‘কানুপুর রেলগেটের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ কয়েক খণ্ডে বিভক্ত হয়েছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।’
সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’