ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৩:১৯ পিএম
পুলিশের অভিযান। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ঘাতক স্বামী জহির উদ্দিন (৫২) ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে স্ত্রী রোকেয়া বেগমকে (৪৫) হত্যা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

জানা গেছে, নিহত রোকেয়া বেগম একই গ্রামের মৃত অম্পা মন্ডলের পুত্রবধূ। ঘটনার পর জহির উদ্দিন নিজ বাড়ির টয়লেটে লুকিয়ে ছিলেন।

এ ঘটনার বিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি তামবীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘জহির উদ্দিন ও রোকেয়ার দাম্পত্য জীবন দীর্ঘদিন ধরেই কলহপূর্ণ ছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।’

নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।