ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:১৯ পিএম
আক্কেলপুর রেলস্টেশন। ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে মন্টু সরদার (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ভালকি ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। এসময় যুবকের মাথা থেঁতলে যায় এবং মুখমণ্ডলের আকার বিকৃত হয়ে যায়।

নিহত মন্টু সরদার উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চকরোয়ার গ্রামের সেকেন্দার সরদারের ছেলে। তার পরনে কালো রঙের জ্যাকেট ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, যুবকের মাথায় পূর্ব থেকেই কিছু সমস্যা ছিল।

রোববার সকাল ১০টার দিকে তিনি ভালকি ব্রিজের কাছে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় রাজশাহী থেকে চিলাহাটি যাওয়ার পথে তিতুমীর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন তার সঙ্গে ধাক্কা খায়। ট্রেনের হুইচেল বাজলেও তিনি শুনতে বা বুঝতে পারেননি। ফলে কাটা পড়ে মাথা থেঁতলে যায় এবং ঘটনার স্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহটি বাড়িতে নিয়ে যান।

আক্কেলপুর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, তিতুমীর ট্রেনে কাটা পড়ার কারণে যুবকের মৃত্যু হয়েছে। মরদেহটি বাড়িতে নেওয়া হয়েছে, সান্তাহার রেলওয়েতে জিআরপি পুলিশ আসে নি।