উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম।
বুধবার (২ জুলাই) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজলের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক মেয়র আবু ইউছুফ চৌধুরী, সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নাছির আহাম্মদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব, ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহেদুল হোসেন সুমন এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নারায়ণ ত্রিপুরা।
কার্যক্রম উদ্বোধনের সময় এমএন আবছার বলেন, ‘আগামী নির্বাচনে আধুনিক খাগড়াছড়ির রূপকার ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে একটি চক্র নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। সেই ত্যাগের মূল্যায়ন এখন জরুরি।’
পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচনব্যবস্থার সমালোচনা করে বক্তারা বলেন, এই পদ্ধতির আড়ালে বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। এটি বাস্তবায়ন হলে দেশে বিভক্তিমূলক সমাজ ও অস্থিতিশীল সরকার গড়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠান শেষে এমএন আবছার মাটিরাঙ্গা পৌর বিএনপির অধীন নয়টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকের হাতে ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, শাহ আলমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল, শ্রমিক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।