বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসব সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিং করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।
ব্রিফিংয়ে তিনি জানান, চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ চলতি মাসে অভিযান পরিচালনা করে ৪ জন আসামিসহ ৬ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার মাদক এবং ৬ কোটি ২৫ লাখ ৬৭ হাজার ৭২৫ টাকার অবৈধ মালামালসহ সর্বমোট ৬ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৫৭৫ টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ ৫৪০ কিলোমিটার এলাকায় সীমান্ত পাহারার পাশাপাশি ৪৭৭ বোতল মদ, ৪২৯ পিস ইয়াবা, ৩৮৮ কেজি গাঁজা, ২০০ বোতল বিয়ার এবং ৫২০ পিস বাংলা মদ তৈরির ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এ ছাড়া সীমান্তে টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন উপায়ে ৫০১টি গরু এবং ৩৬টি ছাগল জব্দ করা হয়। জব্দকৃত পশু স্থানীয় শুল্ক কার্যালয়ের মাধ্যমে নিলাম করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হয়েছে।
এ ছাড়াও চলতি মাসে ১৯ লাখ ৩১ হাজার ২৯৩ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ, ৩ হাজার ২০০ প্যাকেট বিদেশি সিগারেট, ১১ লাখ ৫১ হাজার ২০০ পিস সিগারেটের ফিল্টার, ৯২০ কেজি রাবার, ৯৫ পিস শাড়ি, ৭ প্যাকেট আতশবাজি, ৩০৮ লিটার কীটনাশক, ১৫ কেজি জিরা, বিভিন্ন প্রকার কসমেটিকস, ৪ হাজার ৫০০ ভারতীয় রুপি এবং ১৭টি বিভিন্ন প্রকার যানবাহন জব্দ করেছে বিজিবি।
ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় পানছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন এবং ক্যাপ্টেন মো. নাইমুল মুসাফিক উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন