বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৩:২৫ পিএম

হাসিনার সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো হস্তক্ষেপ নেই : রিজভী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৩:২৫ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের হস্তক্ষেপ নেই। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত ৯০-এর গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, একটি প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইন-আদালত স্বাধীনভাবে কাজ করছে। এখানে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপের সুযোগ নেই।

তিনি আরও বলেন, হাসিনার সময়কার আদালত ও তার গড়া ট্রাইব্যুনালই এখন স্বাধীন সরকারের অধীনে বিচার কার্যক্রম পরিচালনা করছে। তাই এখানে কাউকে প্রভাবিত করার প্রশ্নই আসে না।

জাতীয় পার্টিকে নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, জাতীয় পার্টি বলছে, দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই এটা শুনে মানুষ অবাক হয়। যারা দীর্ঘদিন শেখ হাসিনা সরকারের সহযোগী ছিল, তারাই এখন গণতন্ত্রের কথা বলছে। তাদের ভূমিকার কারণেই হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পেরেছেন।

অর্থনীতি প্রসঙ্গে রিজভী বলেন, এরশাদ ও হাসিনা মিলে যে অর্থনৈতিক কাঠামো তৈরি করেছিলেন, বিগত সাড়ে ১৫ বছর ধরে সেটিই ‘হাসিনোমিক্স’ নামে চলেছে। এই ব্যবস্থায় ব্যাংক থেকে যারা ঋণ নেন, তারা ফেরত দেন না বরং কিস্তি না দিয়েই আবার নতুন ঋণ পেয়ে যান। এর ফলেই এখন খেলাপি ঋণ সাড়ে ৬ লাখ কোটিতে পৌঁছেছে।

তিনি জানান, হাসিনোমিক্স থেকে বেরিয়ে আসতে নির্বাচিত সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারও ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
 

Link copied!