খুলনায় ফুলতলায় চাঁদাবাজির অভিযোগে আলম মোল্লা (৪০) নামের এক ব্যক্তি পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ফুলতলা উপজেলার জামিরা বাজারে এ ঘটনা ঘটে।
তিনি পার্শ্ববতীর্ ডুমুরিয়া উপজেলার টোলনা মাঝেরপাড়া গ্রামের হায়দার মোল্যার পুত্র।
নিহত আলম ডুমুরিয়ার টোলনা গ্রামের হায়দার আলী মোল্লার ছেলে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
পুলিশ জানায়, শনিবার জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্লার টোলনা গ্রামের বাড়িতে গিয়ে ৪-৫ জন সন্ত্রাসী জীবননাশের হুমকি দেয়। এর আগে জামিরা বাজারে তাকে অস্ত্রের মুখে জিম্মী করে চাঁদা দাবি করা হয়।
এ ঘটনা জানাজানি হলে বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে আলম মোল্লাকে বাড়ি থেকে ধরে বাজারে এনে গণপিটুনি দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ফুলতলা থানার ওসি মো. জেল্লাল হোসেন জানান, ‘খবর পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত আলমের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’