ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০১:৩৪ পিএম
আজাদুর রহমান সুজন (৩০)। ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

শনিবার (২৩ আগস্ট) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য নিশ্চিত করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে শতাধিক লোক ইটনা ইউএনওর বাসভবনে হামলা চালায়। হামলাকারীরা গেট ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপসহ আনসার সদস্যদের মারাত্মক জখম করে। এতে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা হয় এবং আনসার সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় পরদিন (১৪ আগস্ট) এক আনসার সদস্য বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখসহ ২০০-৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ইটনা থানায় মামলা (নম্বর-০২/২০২৫) করেন।

মামলার পর র‍্যাব তদন্ত শুরু করে এবং অভিযানে নামে। এরই অংশ হিসেবে আজ শনিবার (২৩ আগস্ট) রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বনানী মোড় এলাকা থেকে মামলার ৪ নম্বর আসামি আজাদুর রহমান সুজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, গ্রেপ্তারের পর সুজনকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।