ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

রাজধানীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ১১:৩১ পিএম
প্রতীকী ছবি।

ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে মোছাঃ আয়েশা আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়েশা আক্তার ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ গ্রামের শহীদ মিস্ত্রির মেয়ে। বর্তমানে তিনি স্বামীসহ রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ভাড়া থাকতেন।

নিহতের স্বামী মো. মফিজ জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। সকালবেলায় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তিনি বাসা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর জানতে পারেন, তার স্ত্রী কীটনাশক পান করেছেন।

তিনি বলেন, ‘বাসায় ফিরে দেখি আয়েশা অচেতন। দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। আমাদের দুই মাসের একটি কন্যাসন্তান রয়েছে। এখন আমার শিশুটার কী হবে এই ভাবনায় আমি দিশেহারা।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট হাতিরঝিল থানাকে জানানো হয়েছে।