ঢাকা শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ১০:১৯ এএম
গ্রেপ্তারকৃত আসামি। ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বুধবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. আশরাফ আলী (৫০) ও একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদদাতা তাদের জানায়, উপজেলার কুটি চন্দ্রখানার গ্রামের আশরাফ আলীর বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী থানার ওসি আব্দুস সালামের নেতৃত্বে সঙ্গীয় অফিসারসহ একদল পুলিশ ফুলবাড়ী থানাধীন কুটি চন্দ্রখানা গ্রামস্থ আশরাফ আলীর বসতবাড়িতে উপস্থিত হয়ে তার বসতঘরের ভেতর তল্লাশি করে।

এ সময় প্লাস্টিকের জিপার ব্যাগে রক্ষিত দুটি প্যাকেটে মোট ৫০২ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মো. আশরাফ আলী ও  মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি আব্দুস সালাম জানান, ইয়াবাসহ হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়ী থানায় মামলা নং-২৬। তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।