ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

ফুলবাড়ীতে মূর্তিসহ কথিত ‘জিনের বাদশা’ গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৭:০৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পিতলের মূর্তিসহ এক কথিত ‘জিনের বাদশা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বোয়াইলভীর এলাকায় স্থানীয়রা এ কথিত জিনের বাদশা এনামুল হককে আটক করে পুলিশকে খবর দেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম এনামুল হক (৪২)। তিনি ফুলবাড়ী উপজেলার বোয়াইলভীর এলাকার মৃত আবদার আলীর ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত প্রতারক ও কথিত জিনের বাদশার বিরুদ্ধে সোমবার ফুলবাড়ী থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় বোয়াইলভীর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিলেন।

ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।’