ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

লিচু পাড়তে গিয়ে বৃদ্ধের মৃত্যু 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৭:৩৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় লিচু পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাজশাহী ‌মে‌ডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন তার মৃত‌্যু হয়।

নিহত বৃদ্ধের নাম রেজাউল আহসান লেলিন (৮০)। তিনি জুনিয়াদহ ইউনিয়নের রনপ্রিয়া গ্রামের বাসিন্দা।

সোমবার (২৬ মে) দুপুরে ভেড়ামারা থানার পুলিশ প‌রিদর্শক (তদন্ত) রা‌কিবুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত করে‌ন।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে নিজ বাড়ির আঙিনায় লিচু বাগানে ওঠেন বৃদ্ধ রেজাউল হাসান। এ সময় এক ডাল থেকে অন‌্য ডালে যাওয়ার সময় ডাল ভেঙে নিচে পড়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রেজাউল হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ‌চি‌কিৎসাধীন থাকার পর রোববার রাতে তিনি মারা যান।