কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যানচালকের ছদ্মবেশ ধারণ করে অভিযান পরিচালনা করে মাহফুজা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আলিম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) সকালে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আলিম বিশ্বাস উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের বশির বিশ্বাসের ছেলে।
দৌলতপুর থানার এসআই সাধন কুমার মন্ডল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় আলিম বিশ্বাস সোনাইকুন্ডি গ্রামে আত্মগোপন করছে। পুলিশের ইউনিফর্মে গেলে সে পালিয়ে যেতে পারে এমন আশঙ্কায় ভ্যানচালকের ছদ্মবেশ ধারণ করে তাকে ধরা হয়।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, গ্রেপ্তার আলিম বিশ্বাসকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপুর্ণ অগ্রগতি লাভ করা হয়েছে।
পুলিশ ভবিষ্যতেও অপরাধীদের ধরতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ওসি নাজমুল হুদা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন