কুষ্টিয়ায় সরকারি ৩০০ বস্তা চালসহ একটি ট্রাক আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) মিরপুর উপজেলার পোড়াদহ নতুন বাজার আনছারের দোকানের সামনে থেকে এই সরকারি চোরাই চাল উদ্ধার করা হয়।
৩০০ বস্তা চালসহ ট্রাকটি বর্তমানে মিরপুর থানা হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিকাতুল ইসলাম।
এ বিষয়ে তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পোড়াদহ নতুন বাজারে একটি ট্রাক সরকারি চোরাই চাল কেনা-বেচা করছে। এর প্রেক্ষিতে শুক্রবার দুপুরে পুলিশের সহায়তায় পোড়াদহ নতুন বাজারে অভিযান পরিচালনা করা হয়।’
তিনি আরও বলেন, ‘আনছারের দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখে সন্দেহ হলে তা তল্লাশি করা হয়। তল্লাশির সময় সরকারি ৩০০ বস্তা চাল পাওয়া যায়। ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ৩০০ বস্তা সরকারি চাল ময়মনসিংহ থেকে লোড হয়ে কুষ্টিয়ায় আনা হচ্ছে। তবে এটি কার কাছে যাবে তা এখনও জানা যায়নি।’
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিকাতুল ইসলাম পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনার সময় সরকারি চালসহ ট্রাকটি আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’