আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেছেন।
ঘটনা জানাজানির পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। কেউ এটিকে ‘শোভনীয় নয়’ বলে মন্তব্য করেছেন, আবার অনেকে এটিকে সামাজিক সৌজন্যতা হিসেবে দেখছেন।
জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের বিজেএম ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়নে সমাবেশে যোগ দেওয়ার আগে রাগীব রউফ চৌধুরী কবর জিয়ারত করেন। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহজাহান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
ভেড়ামারা উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা পবন বলেন, তিনি (রাগীব রউফ চৌধুরী) বাবার কবর জিয়ারত করেছেন, এটা সত্য। তার সঙ্গে আমার দুই ভাই জুনিয়র হিসেবে কাজ করে। সেই সূত্রে হতে পারে। তবে আমরা কেউ উপস্থিত ছিলাম না।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বলেন, যার কবর জিয়ারত করেছেন, তিনি ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগ নেতা। এই ধরনের কর্মকাণ্ড শোভনীয় নয়। মানুষ এটাকে খারাপ বলছে।
ব্যানারিস্ট রাগীব রউফ চৌধুরী বলেন, আমি জানতাম না, তিনি আওয়ামী লীগ নেতা ছিলেন। যতদূর জানি, তিনি জাতীয় পার্টি করতেন। কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে সৌজন্যতার দিক থেকে কবর জিয়ারত করেছি।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, এটি কোনো ইস্যু নয়। এটি সামাজিক সৌজন্যতার অংশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন