লক্ষ্মীপুরের রায়পুরে তাসলিমা বেগম (৩৮) ও মিতু আক্তার (৩) নামে দুই মা-মেয়ে বিষপান করে মারা গেছেন। অভিযোগ উঠেছে, বড় মেয়ের সঙ্গে কলহের জেরে তাসলিমা তার ছোট মেয়ে মিতুকে বিষপান করিয়ে নিজেও সেই বিষ পান করে মারা যান।
মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।
তাসলিমা বেগম চরলক্ষ্মী গ্রামের গিয়াস উদ্দিন মাঝি বাড়ির কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী।
নাম প্রকাশে অনিচ্ছুক তাসলিমার এক স্বজন জানান, প্রায় তিন বছর আগে চরলক্ষ্মী গ্রামের মাহফুজ আলমের সঙ্গে তাসলিমার বড় মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। তবে স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে বনিবনা হচ্ছিল না সাবিনার। এর জের ধরে গত এক মাস মা-মেয়ের মধ্যে রাগারাগি চলছিল। আজ সকালেও সাবিনার সঙ্গে ঝগড়া করেন মা তাসলিমা।
একপর্যায়ে বসতঘরের পাশে ধানখেতে গিয়ে তাসলিমা তার আরেক মেয়ে শিশু মিতুর মুখে বিষ ঢেলে নিজেও পান করেন। এ সময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা জানান, তারা আর বেঁচে নেই।
এ ঘটনায় সাহাবুদ্দিন মাঝি তার বড় মেয়ে সাবিনার বিচার চেয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে গণমাধ্যমের কাছে সাবিনা আক্তার কোনো বক্তব্য দিতে রাজি হননি।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।