ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: আযম খান

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৯:৫৬ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি- রূপালী বাংলাদেশ

গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয় সে জন্য গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, ‘কঠিন ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠা যাতে না হয়, জনগণের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয়, নির্বাচিত সরকার যাতে না আসতে পারে সে জন্য কঠিন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

একটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জনগণের সঙ্গে প্রতারণা করতে কি আপনাদের ভালো লাগে? আমরা তো দেখেছি, ৭১-এ জনগণের সঙ্গে বেইমানি করেছিলেন, প্রতারণা করেছিলেন। আমরা আপনাদের চিনি।’

তিনি আরও বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, পিআর-এ এ্যানি চৌধুরীকে এই চন্দ্রগঞ্জে দেবো নাকি ভালাগঞ্জে দেবো, সেটা আমরা জানি না। কিন্তু আমরা আমাদের সন্তানকে, আমাদের নেতাকে আমাদের এলাকায় এমপি হিসেবে চাই। অতএব ওই কাল্পনিক পিআরের চিন্তা ভুলে যান।’

সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম. বেল্লাল হোসেন (ভিপি)-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাফুফের সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু প্রমুখ।