রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) পবিত্র জুমার নামাজের পর লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের চকবাজার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করে বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বের সব মানুষের ভালোবাসা ও দোয়া বেগম খালেদা জিয়ার প্রতি। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এ আশা সবার।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। কখনো তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। আজ তাঁর সংকটময় মুহূর্তে পুরো দেশ তার পাশে আছে। আমরা বিশ্বাস করি, সবার দোয়ায় আল্লাহর রহমতে তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।
পরে মোনাজাতে মহান রব্বুল আলামিনের কাছে গণমানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।


-20251205154921.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন