ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

খেলতে খেলতে পুকুরে পড়েন যুবক, ভাসমান অবস্থায় উদ্ধার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৪:৫৮ পিএম
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিশোরের মৃত্যুর খবরে ভিড় করছেন স্বজনরা। ছবি- রূপালী বাংলাদেশ

খেলতে খেলতে পাশে থাকা পুকুরে পড়ে যায় এক যুবক। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। অবশেষে তাকে পানিতে ভাসতে দেখা যায়। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ঘটনাটি রোববার (২০ জুলাই) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় ঘটে।

ওই কযুবকের নাম রাফসান (১৮)। তিনি পশ্চিম সারডুবি এলাকার আলমগীর হোসেনের ছেলে।

জানা গেছে, বাড়ির পাশেই খেলছিলেন রাফসান। খেলতে খেলতে একপর্যায়ে পাশে থাকা পুকুরে পড়ে যান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে পুকুরে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ারুল হক।