জমি সংক্রান্ত বিরোধের জেরে লাঠির আঘাতে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা ফুফু নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা কৈমারী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ফজলু মিয়ার স্ত্রী মিষ্টি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত সোলেমান ধন্দা এর ছেলে মতিয়ার রহমান (৪৫) ও আতিয়ার রহমান (৪০), ফজলে রাব্বি (৩৫), রেজাউল (২৮) ও ফজলু মিয়ার (২৫) সঙ্গে প্রায় এক যুগ থেকে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আছিয়ার বাড়ির পাশে নিজ দখলীয় জমিতে অভিযুক্তরা লাঠি ও দেশীয় অস্ত্রসহ দলে বলে এসে ট্রাক্টর দিয়ে চাষ শুরু করে।
এসময় বৃদ্ধা আছিয়া বেওয়া বাঁধা দিতে এলে অভিযুক্ত ভাতিজারা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে ওই বৃদ্ধা ঘটনা স্থলেই মারা যায়। এদিকে বৃদ্ধাকে বাঁচাতে ছেলে দলিল মিয়া (৫৮), ছেলের স্ত্রী রুবি খাতুন (৪০), নাতী রবিউল ইসলাম ও আরিফুল ইসলাম এগিয়ে এলে তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং থানায় নিহতের খবর জানায়।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনা স্থানে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ফজলু মিয়ার স্ত্রী মিষ্টি বেগমকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন