ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৪:১৩ পিএম
নিহতের স্বজনের আহাজারি। ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকচাপায় তানবীন ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনায় জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানবীন ইসলাম কাকিনা ইউনিয়নের ইশোরকোল গ্রামের আব্দুল কাদের হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তানবীন মোটরসাইকেল যোগে কাকিনা বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ড্রাম ট্রাক কাকিনা জেলেপাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় তানবীনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।