মাদারীপুরের রাজৈরে অটোভ্যান চালক আকাশ আকন (১৮) হত্যা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন এবং ব্যাটারিচালিত অটো ভ্যান উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, রাজৈরের সুন্ধিকুড়ি গ্রামের আবু বক্কর কাজী (২৮) ও নয়াকান্দি গ্রামের হায়দার শেখ (৪০)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, গত ২৯ জুলাই আকাশ কাজের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন।
পরদিন নয়ানগর মাঝকান্দি গ্রামে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা আমজাদ আকন ৩১ জুলাই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে হায়দার শেখকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে আকাশের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে আবু বক্কর কাজীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া হৃদয়নন্দি গ্রামের একটি গ্যারেজ থেকে নিহতের অটো ভ্যানও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা রাতের বেলায় ফাঁকা রাস্তায় অটোরিকশা বা ভ্যান চালকদের হাত-পা বেঁধে ছিনতাই করে এবং কখনো কখনো হত্যার ঘটনা ঘটাতেও দ্বিধা করে না।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, নেশার টাকা জোগাড় করতেই তারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।