ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৯:৩১ এএম
বাস দুর্ঘটনায় নিহত যুবক। ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডুবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

বাসের সুপারভাইজার গুরুতর আহত হওয়ায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সে ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিহত ব্যক্তির মরদেহ পুলিশ উদ্ধার করেছে। তবে, নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।