মাগুরায় সাপের কামড়ে তৃষা (০৭) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে সদর উপজেলার সাজিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
তৃষা সদর উপজেলার সাজিয়ারা গ্রামের বাসিন্দা জুয়েল মোল্যার মেয়ে। সে সাজিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
তৃষার পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোর রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় তৃষাকে একটি বিষাক্ত সাপ দংশন করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুপুরে মাগুরা পৌর কবরস্থানের সামনে জানাজা শেষে দাফন করা হয়।
শিশু তৃষার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :