মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে জেলাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। একইসঙ্গে রয়েছে র্যাব ও সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছিন খাতুন।
এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার বলেন, সন্ধ্যা ৭ টায় শহরের শহীদ রফিক চত্বর এলাকায় পথসভা অনুষ্ঠিত হবে। পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহন করবেন।
তিনি আরও বলেন, ‘পথসভার মঞ্চতৈরিসহ সাউন্ডসিস্টেমের কাজ চলছে। প্রশাসন শহরজুড়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। আশা করছি, কোনো অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই সুন্দরভাবে পথসভাটি অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, এনসিপির পথসভাকে কেদ্র করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।
পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় অর্ধশত নেতাকর্মী মানিকগঞ্জে আসার কথা রয়েছে।
এনসিপির নেতারা জানান, এই পদযাত্রার মূল লক্ষ্য হচ্ছে বিচার, সংস্কার, দেশপুনর্গঠন ও জুলাই সনদ বাস্তবায়ন করা। এরপরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এতে ব্যাপক জনসমাগম হবে বলে তারা আশা করছেন তারা।