মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে শারপিন মোল্লা (৬০) নামে এক মাতবরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি শারপিন মোল্লা (৬০) ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকার মৃত সাইজউদ্দিন মোল্লার ছেলে। তিনি এলাকায় সালিশি বিচার করতেন।
নিহতের ভাতিজা হাফিজুর রহমান মোল্লা জানান, গতকাল (শনিবার) সন্ধ্যার দিকে শারপিন মোল্লা বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি চায়ের দোকানে গিয়েছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে।
এতে তিনি মারাত্মক জখম হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মোশারফ মোল্লা বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে আমার বাবাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এর সঙ্গে জড়িত ইয়াবা ব্যবসায়ী বাবু ও তার সঙ্গীয়রা।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন