চট্টগ্রাম-৪ আসনে সীতাকুণ্ডে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে পুরো আসনজুড়ে মানববন্ধন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ এলাকাতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জানে আলম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সেলিম উদ্দিন, নাজিম উদ্দিন, সাহেদ ও তসলিমের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ ছাড়া একই সময়ে নগরীর একেখান মোড় থেকে সীতাকুণ্ড উপজেলার দারোগারহাট পর্যন্ত সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে নেতাকর্মীরা দাবি করেন, আসলাম চৌধুরী দীর্ঘ ১৭ বছর সীতাকুণ্ডে বিএনপিকে আগলে রেখেছেন। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি প্রায় ৯ বছর জেল খেটেছেন। দলের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
তারা বলেন, মামলা, হামলা, জেল-জুলুম আর নির্যাতনে তার ১৭ বছরের ত্যাগ এত সহজে উপেক্ষা করা যায় না। তাই প্রিয় নেতা আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন দিতে হবে, না হলে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন