ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

বড়লেখায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১১:৪১ পিএম
বড়লেখায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের। ছবি- রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বড়লেখা উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির বড়লেখা উপজেলা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ এবং সঞ্চালনায় ছিলেন উত্তর শাখার সভাপতি কাউছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, শাবিপ্রবির সাবেক সভাপতি রেজাউল করিম, জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মো. এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়সল আহমদ, শাবিপ্রবির বর্তমান সেক্রেটারি মাসুদ রানা তুহিন, শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও আব্দুস সামাদ।

বড়লেখায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের। ছবি- রূপালী বাংলাদেশ

শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মুহাম্মাদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের দক্ষিণ শাখার সভাপতি জেবুল আহমদ, পশ্চিম শাখার সভাপতি কামরান আহমদ, সুজাউল মাদ্রাসা শাখার সভাপতি নোমান আহমদ এবং বড়লেখা ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমদ।

কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন এহতেশাম আবিদ খান ও ফারিহা আক্তার।

অনুষ্ঠানে জলপ্রপাত শিল্পী গোষ্ঠী, বড়লেখা সংগীত পরিবেশন করে। শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।