মৌলভীবাজার সদর উপজেলার জগৎসী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন।
প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়জুল করিম ময়ূন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সময় মাত্র দুই বছর। এর মধ্যে হয়তো ছয় মাস ছুটি থাকবে। তাই এই সময়ে মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। কোনোভাবেই অলস, অমনোযোগী বা দিশেহারা হওয়া যাবে না। মোবাইল ফোনের ভালো ও খারাপ দিক রয়েছে। খারাপ দিক পরিত্যাগ করে ভালো দিকের প্রতি আগ্রহী হতে হবে। তাহলেই কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্য সফল হবে।’
তিনি কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এ কলেজ প্রতিষ্ঠা তার একক অবদান। আমরা কোনো দিন এটি ভুলতে পারব না। আজ তিনি আমাদের মাঝে নেই, তবে তার মহৎ কর্ম আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও কলেজ কমিটির সদস্য মিলাদ হোসেন, প্রভাষক হাবিবুল বাশার, সাফায়াত হোসেন ভূঁইয়া, প্রাণেশ পাল, মুহিবুর রহমান, শাহনাজ বেগম এবং ফারজানা ফেরদৌস।
নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বদরুল ইসলাম ও সাঈদা আক্তার। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।