মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারপুরা বাসস্ট্যান্ডের ইউ-টার্নে যাত্রীবাহী বাস ও ট্যাংকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মহাসড়কের আনারপুরা অংশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-আয়াজ (৩৫), ইউনুস মুন্সি ( ৪৫), মাইনুদ্দিন (৪২), রাসেল ( ৪০), ওমর ফারুক (২৫), মারুফ (৪০), তারেক রহমান (৩০), হারুন অর রশিদ ( ৪০), হাবিবুর রহমান ( ৪৫), জ্যান্স ( ৪৮), বাস এবং ট্রাকের হেলপার ও চালকসহ ১২ জন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের চিকিৎসক লিয়াকত হোসেন জানান, সকাল শোয়া দশটা দুর্ঘটনা কবলিত আটজন রোগী হাসপাতালে আসে, এদের মধ্যে চারজন রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন