ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

মুক্তাগাছায় ইউনিয়ন বিএনপির দোয়া ও মিলাদ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৯:৪৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারী বাহিনীর হামলায় শহীদদের স্মরণে মুক্তাগাছার ৮নং দাওগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কাঠবওলা ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল লতিফ। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মাস্টার, আলহাজ্ব মাওলানা রিয়াজ উদ্দিন আহমেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি  আব্দুল হামিদ, সাধারন সম্পাদক জুনাবালি সরকার, হাফিজুর রহমান গুডু মেম্বার, নাসির উদ্দিন মেম্বার, ডা. আব্দুল মোমেন, নজরুল ইসলাম মেম্বার প্রমুখ। 

নেতারা স্বৈরাচার হাসিনার সরকারের পতনে দেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে উল্লেখ করে বলেন, এই সরকারের সাথে সম্পৃক্ত থেকে যারা নির্যাতন নিপীড়ন করেছে তাদের প্রত্যেকের বিচার  দাবী করেন। 

তারা সংখালঘুদের সার্বিক নিরাপত্তা বিধান ও সব ধরনের সংঘাত সহিংসতা পরিহার করে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন।