শনিবার, ০৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৭:০২ এএম

মানসিক প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা, মরদেহে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৭:০২ এএম

মরদেহ দেখতে ভীড়। ছবি- সংগৃহীত

মরদেহ দেখতে ভীড়। ছবি- সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে ডোবা থেকে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকার এসিআই ফুড লিমিটেড কারখানার পেছনের ডোবা-জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত যুবকের নাম শামীম হোসেন (২৮)। তিনি কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় এসিআই কারখানার গার্ড ও কর্মচারীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। এলাকার বিক্ষুব্ধ লোকজন কারখানায় হামলা চালিয়ে বেশ কিছু দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেজ, গত বুধবার দুপুরে শামীম বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনরা তাকে পায়নি।

শুক্রবার দুপুরে নিহতের বাবা সাইফুল এসিআই ফুড লিমিটেড কারখানার পেছনের একটি ডোবা-জঙ্গলের ভেতর ছেলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসআই বলেন, মানসিক প্রতিবন্ধী শামীমকে কুপিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আলামত নষ্ট করার জন্য তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এসআই আরও বলেন, মরদেহ উদ্ধারের পর ঘটনায় কারখানার লোকজন জড়িত থাকতে পারে এই সন্দেহে এলাকার বিক্ষুব্ধ লোকজন কারখানায় হামলা চালিয়ে দরজা-জানালার গ্লাস ভাঙচুর করেছে। তবে পুলিশের প্রচেষ্টায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। 

এ ব্যাপারে এসিআই ফুড লিমিটেড কারখানার বক্তব্য জানার চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।

Shera Lather
Link copied!