ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাস থেকে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চালক, সুপারভাইজর,সহযোগীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৯ এপ্রিল) ত্রিশাল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বগার বাজার এলাকার জামান ফিলিং স্টেশন এলাকায় যাত্রীবাহী বাস থেকে এই মদ জব্দ করা হয়।
আটককৃতারা হলেন- নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার রামনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে কাঞ্চন মিয়া (২৭), লক্ষ্মীপুর গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে ইয়াসমিন আরাফাত (২২) ও শান্তিপুর গ্রামে আইনুল মিয়ার ছেলে রিফাত মিয়া বাবু (২৪)।
ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নেত্রকোনার কলমাকান্দা থেকে একটি বাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ ভারতীয় মদ আসছে। এমন সংবাদ পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বগার বাজার সংলগ্ন জামান ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট বসানো হয়।
এ সময় কমলাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মা-মণি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস আটক করা হয়। বাসটি তল্লাশির সময় বাসের চালক, সুপারভাইজর ও সহযোগীর দেওয়া ভাষ্য মতে বাসের ভেতর লুকানো ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
আটক ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনসুর আহমেদ।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন