ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।
রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুরামপুর–ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাহমুদুল হাসান মামুন ওই গ্রামের মো. হাইমদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুস সুন্নাহ্ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসার পাশে মাঠে কাজ করছিলেন মামুন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কঘেঁষা মাঠে উল্টে যায় এবং মামুনকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় উত্তেজিত জনতা চালককে আটক করে পুলিশে খবর দেন। পরে নান্দাইল মডেল থানা পুলিশ চালককে আটক করে এবং গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় চরবেতাগৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বলেন, ‘মাদ্রাসার পাশেই মামুন ড্রেনে কাজ করছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
নান্দাইল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘মাহমুদুল হাসান ড্রেনে কাজ করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার তার ওপর গিয়ে পড়ে এবং চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। চালক ও গাড়ি পুলিশের আওতায় রয়েছে।’