ময়মনসিংহে ৩৩ কেভি ভোল্টেজের চোরাই বৈদ্যুতিক তার ও ইনসুলেটর উদ্ধার করেছে র্যাব-১৪। এ সময় এসব চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সিদ্দিকুল ইসলাম জুয়েল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার জুয়েল কোতোয়ালী থানার ভাবখালী ইউনিয়নের পণঘাগড়া গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চুরখাই বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে একটি ভাঙারির গুদামে চোরাই বৈদ্যুতিক মালামাল মজুত করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করা হয়।’
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন সিদ্দিকুল ইসলাম জুয়েল। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার দেখানো অনুযায়ী গুদাম থেকে ৩১০ কেজি ৩৩ কেভি বৈদ্যুতিক তার এবং ৭০ কেজি অ্যালুমিনিয়ামের ইনসুলেটর উদ্ধার করা হয়।
আটক জুয়েল ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন