শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্যাসীভিটা গ্রামের দুই স্থানের প্রায় চার কিলোমিটার কাঁচা সড়ক দ্রুত পাকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাঘবেড় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা জাহিদ হোসেন রুমান, সভাপতি মো. ইউসুফ মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সমাজসেবক ডা. সামিদুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সদস্য আলম মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার চেল্লাখালী বাজার থেকে নয়াপাড়া পর্যন্ত এবং চেল্লাখালী বাজার থেকে নদীর পাড় পর্যন্ত চলাচলের একমাত্র সড়কটি প্রায় চার কিলোমিটার কাঁচা। দীর্ঘদিন ধরে সন্যাসীভিটা গ্রামের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মানুষকে এই কাঁচা সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এ রাস্তা কাদায় অচল হয়ে পড়ে। তাই জনদুর্ভোগ লাঘবের জন্য অবিলম্বে সড়কটি পাকা করার দাবি জানান তারা।
পরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববির কাছে স্মারকলিপি জমা দেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন