ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী অগ্নিবিনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের আড়াই ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ রোডের খাগডহর স্টেশনে ইঞ্জিন বিকল হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী অগ্নিবিনা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রোড স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন গিয়ে ট্রেনটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়।’
ওসি আক্তার হোসেন আরও জানান, ‘আড়াই ঘণ্টা বিলম্বের পর ট্রেনটি ছেড়ে যায় এবং এক নম্বর লাইন ব্লক হওয়ায় বিকল্প দুই নম্বর লাইন দিয়ে জামালপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল সচল রাখা হয়।’
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন বলেন, ‘অগ্নিবিনা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রোড স্টেশনে গিয়ে ইঞ্জিন বিকল হয়। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে ট্রেন উদ্ধার করে গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যায়।’