ময়মনসিংহের ত্রিশালে খেলার সময় সড়কে গড়িয়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় আল রাফি (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল রাফি ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আজগর আলী খানের ছেলে। সে স্থানীয় নজরুল সেনা স্কুলের প্লে-শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আল রাফি বন্ধুদের সঙ্গে মহাসড়কের পাশে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বল সড়কে গড়িয়ে গেলে রাফি তা আনতে দৌড়ে যায়।
এসময় দ্রুতগামী একটি অটোভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পর বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন