ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘সব জায়গায় ধোঁকাবাজি—যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা লাঙল নিয়ে নির্বাচন করে তারা লাঙল চালাতে পারে না, যারা কুড়াল নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না। তার মানে ওদের মার্কার সাথে নিজেদের কোনো মিল নেই।’
রোববার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাট বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পাঁচ দফা দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করিম আরও বলেন, ‘হাতপাখা মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিষ্টানদের প্রয়োজন—কারণ কারেন্ট ফেল করে কিন্তু হাতপাখা ফেল করে না। এটা সবার প্রতীক—কেউ কারও মার্কা নিয়ে ঘুমায় না। নৌকা বুকে নিয়ে কেউ ঘুমায় না, ধানের শীষ বুকে নিয়ে কেউ ঘুমায় না, লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না। কিন্তু ঘুমের সময় হাতপাখা বুকের মধ্যে, কলিজার মধ্যে থাকে।’
তিনি আরও বলেন, ‘তার মানে হাতপাখার বিজয় হলে দেশ বিজয় হবে, হাতপাখার বিজয় হলে জাতি বিজয় হবে, হাতপাখার বিজয় হলে সমস্ত মানুষ শান্তি পাবে। সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ।’


