ময়মনসিংহ নগরীতে মাস্ক-হেলমেট পরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। ঝটিকা মিছিলে ১৫ থেকে ২০ নেতাকর্মী অংশ নেয়।
সোমবার (১০ নভেম্বর) সকালে নগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা এলাকায় মিছিলটি হয়। মিছিলের একটি ভিডিও আত্মগোপনে থাকা জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, মিছিলে নেতৃত্ব দিচ্ছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদিত্য আহমেদ (পলাশ)। ওই মিছিলে কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট পরা অবস্থায় দলটির ১ মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়। ছাত্রলীগ নেতাদের হাতে একটি ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন। ব্যানারের নিচের দিকে লেখা ‘ময়মনসিংহ জেলা ছাত্রলীগ’।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, মিছিল হওয়ার খবর আমরা পেয়েছি। তবে কখন মিছিল করেছে, তা এখনো জানতে পারিনি এবং কাউকে আটক করতে পারিনি। আমরা তদন্ত করছি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন