ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

ধানখেত থেকে ১৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:৩৫ পিএম
উদ্ধারকৃত ভারতীয় মদ। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ধোবাউড়ায় ধানখেত থেকে ১৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ঘোষগাঁও বাজারের দক্ষিণ পাশে একটি ধানখেত থেকে এসব মদ জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ঘোষগাঁও বাজারের দক্ষিণ পাশে একটি ধানখেতে মদ পড়ে আছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।