ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার পূর্বে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ বা ১১ ডিসেম্বর এ সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন ইসির একজন কমিশনার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দুয়েক দিনের মধ্যেই তপশিল ঘোষণা করা হতে পারে। এর আগে ৭ ডিসেম্বর তপশিল নিয়ে কমিশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
ইসি ইতোমধ্যেই জানিয়েছে, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তপশিল ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনও সম্প্রতি বলেছেন, নির্ধারিত সময়েই তপশিল ঘোষণা হবে। তিনি জানান, গণভোট বিষয়ে এখনো তেমন প্রচার শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে বড় ধরনের প্রচার চালাবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, আগে কখনো পরিস্থিতি খুব ভালো ছিল না, তবে এখন আগের তুলনায় অনেক বেশি উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি আরও ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মক ভোটিং প্রসঙ্গে সিইসি জানান, জনগণকে ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে এবং দুই ব্যালটে কত সময় লাগে তা পর্যবেক্ষণ করতে এই আয়োজন করা হচ্ছে। গত ১৫ বছরে ভোটদানের প্রক্রিয়া সরাসরি দেখার সুযোগ জনগণের হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

