নওগাঁর রাণীনগরে সহস্রাধিক অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালিগ্রাম ইউনিয়নের আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৪ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার। এ ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক (মেডিসিন, গাইনি, চক্ষু, শিশু ও চর্ম) সেবা নিতে আসা রোগীদের ব্যবস্থাপত্র দেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. রকিব উদ্দিন, ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ অব্যাহত রেখেছে। দিনব্যাপী এই ক্যাম্পে সহস্রাধিক রোগী সেবা গ্রহণ করেছেন। ভবিষ্যতে সেনাবাহিনীর এ রকম মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’
চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে আসা খানপুকুর পুকুর গ্রামের বাসিন্দা ফরেজ আলী ফকির বলেন, ‘হামি হার্টের রোগী। মাঝে মাঝে ডাক্তার দেখাতে হয়। একবার ডাক্তার দেখালেই ৭০০-৮০০ টাকা খরচ হয়। ডাক্তারের ফি দিতে কষ্ট হয় বলে নিয়মিত ডাক্তার দেখাতে পারি না।’
তিনি বলেন, ‘এখানে ডাক্তার দেখালাম। প্রেসক্রিপসন দিল। কিন্তু কোনো ফি নিল না। আবার বিনা টাকায় ওষুধ দিল।’
আপনার মতামত লিখুন :