নাটোরের লালপুরে ইজারার নামে চাঁদাবাজির সময় তিন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে সেনাবাহিনী।
রোববার (২৫ মে) দুপুরে উপজেলার সদর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটকরা হলেন, উত্তর লালপুর গ্রামের শফিউল ইসলামের ছেলে উৎস (৩০), মৃত কামরুল ইসলামের ছেলে জনি ইসলাম (৩৪) এবং জৌতদৈবকী গ্রামের মৃত তায়েবুর রহমানের ছেলে মোজ্জামেল হক (৪৫)।
জানা গেছে, অভিযুক্তরা বাজারের নির্ধারিত সীমানা ছাড়িয়ে বিভিন্ন কোম্পানির পণ্যবাহী ট্রাকসহ আশপাশের স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন। তারা বাজার ইজারার নামে কার্যত চাঁদাবাজি করতেন এবং অনেক সময় জাল রসিদ ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে এ ধরনের চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও সাধারণ জনগণ নানা হয়রানির শিকার হচ্ছিলেন। সেনাবাহিনীর হস্তক্ষেপে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন