পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানজট ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির প্রতিনিধি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যরা।
সভায় আসন্ন ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সম্ভাব্য সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। যানজট, চাঁদাবাজি এবং অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে কঠোর নজরদারি থাকবে। ঈদের সময় সড়কে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকরা যেন আইন মেনে যানবাহন পরিচালনা করেন এবং পুলিশকে সার্বিক সহযোগিতা করেন, এটাই প্রত্যাশা।
সভায় অংশগ্রহণকারীরা জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন