বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেছেন, ‘কিছু তথাকথিত শিশু উপদেষ্টা সরকারের হয়ে কথা বলতে গিয়ে আমাদের জনপ্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ এবং দেশনায়ক তারেক রহমানকে কটাক্ষ করেছেন। এটি রাজনীতির জন্য কলঙ্কজনক।’
রোববার (২০ জুলাই) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জেলা কৃষকদল ও ‘আমরা বিএনপির পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘সবুজ বিপ্লব স্মৃতি অম্লান’ স্লোগানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘আমরা এই ধরনের শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিক পরিবেশকে আর কলঙ্কিত করবেন না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বিএনপি ও তারেক রহমানকে নিয়ে কোনো অপচেষ্টা চালালে কঠোর জবাব দেওয়া হবে।’
ফজলে হুদা আরও বলেন, ‘শেখ হাসিনা ১৭ বছর ধরে তার বাবার নাম, দেশের স্বাধীনতা ও চেতনা বিক্রি করে চলেছেন। এখন কিছু সুবিধাভোগী গোষ্ঠী ও তথাকথিত শিশু উপদেষ্টারা জুলাইকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা লুটতে মরিয়া হয়ে উঠেছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ হাসান তুহিন, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।