ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নওগাঁ জেলা মিউজিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৮:২৬ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁ জেলা মিউজিক ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহরের মুক্তির মোড়ের পার্কভিউ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খাদেমুল ইসলাম ক্যাপ্টেন। সাধারণ সম্পাদক মাহফুজ ইসলাম মুন্না, রায়হানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগীতপ্রেমীরা এতে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা নওগাঁর সংগীতাঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সংগীতের মানোন্নয়ন, শিল্পীদের অধিকার সুরক্ষা, নতুন প্রজন্মকে সংগীতচর্চায় উদ্বুদ্ধকরণ এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরির বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

বক্তারা বলেন, সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়- এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী উপায়। তাই তরুণদের বিকৃত সংস্কৃতি থেকে দূরে রেখে শুদ্ধ সংগীতচর্চায় উৎসাহিত করতে হবে। এ সময় স্থানীয় শিল্পীদের সুযোগ বৃদ্ধি, নিয়মিত সাংস্কৃতিক আয়োজন এবং প্রতিভাবান শিল্পীদের জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, নির্বাহী সদস্য, সাংস্কৃতিক কর্মীসহ অনেক সংগীতপ্রেমী উপস্থিত ছিলেন। সভার শেষে সংগীত অঙ্গনের উন্নয়নে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।