নড়াইলে ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আছর শেখ (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) বিকেলের দিকে জেলার সদর উপজেলার একটি গ্রাম থেকে তাকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ।
আছর শেখ সদর উপজেলার আগদিয়ারচর গ্রামের মকবুল শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম।
ভুক্তভোগী কিশোরী বলেন, ‘গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে আমি বারান্দায় বসে ছিলাম, তখন আমাদের বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশী আছর শেখ আমার হাত ধরে টানাটানি করে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা এবং ধর্ষণের চেষ্টা করে। তখন আমি চিৎকার করি। আমার চিৎকার শুনে আমার চাচা এগিয়ে আসলে সে আমাকে ছেড়ে পালিয়ে যায়।’
ওই কিশোরীর চাচা মো. মামুন শেখ বলেন, ‘ওইদিন সকালে আমি বাড়ির পাশের পুকুরে মাছের খাবার দিচ্ছিলাম, তখন হঠাৎ আমার ওই ভাতিজির চিৎকার শুনে এগিয়ে যাই। তখন আমাকে দেখে আছর শেখ পালিয়ে যায় এবং কিছু সময় পরে সে আমার কাছে এসে ক্ষমা চায়।’
ভুক্তভোগী কিশোরীর ফুফু রত্না বেগম বলেন, ‘আছর শেখ চরিত্রহীন লম্পট, সে আমার ভাতিজিকে ধর্ষণচেষ্টা করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই আছর শেখ এর আগেও আমার আরেক ভাতিজিকেও ধর্ষণের চেষ্টা করে। তখন স্থানীয়রা শালিস করে তাকে পিটিয়ে মিমাংসা করে দেয়।’
প্রতিবেশী রুবিয়া নামে আরেকজন বলেন, ‘আছর শেখ একজন চরিত্রহীন মানুষ। সে প্রায় সময় বিভিন্ন সময়ে এ ধরনের অপকর্ম করে বেড়ায়। আমরা তার শাস্তি চাই।’
এ ঘটনায় নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে আছর শেখ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
        
                            
                                    
-20250803150614.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন