নারায়ণগঞ্জ শহরের একটি ফ্ল্যাট থেকে উৎপল রায় নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে টানবাজার সাহাপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত উৎপল রায় (৬৫) একই এলাকার একটি সাততলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে থাকতেন।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, উৎপল রায় স্ত্রী বিয়োগের পর ওই ফ্ল্যাটে বড় ছেলের সাথে থাকতেন। তার আরেক ছেলে প্রবাসে থাকেন। সোমবার রাতে ছেলে উজ্জ্বল রায় বাসায় ফিরে দরজা বন্ধ দেখেন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত মরদেহ দেখতে পান।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন বলেন, উৎপল রায়ের গলা ধারালো কিছুর মাধ্যমে জখম করে হত্যা করা হয়েছে। বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনাও ঘটেছে৷
তিনি বলেন, এ ঘটনার পর থেকে বাড়ির দারোয়ানের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা, দারোয়ান এ লুট ও হত্যার ঘটনার সাথে জড়িত থাকতে পারেন। সবদিক বিবেচনায় পুলিশ তদন্ত করছে৷
নিহতের ছেলে সেভ দ্য চিলড্রেন নামে এনজিও’র একটি প্রকল্প পরিচালক ডা. উজ্জ্বল রায় জানান, তার বাবা অবসরে যাবার আগে স্থানীয় একটি আটা-ময়দার কারখানায় চাকরি করতেন। তিনি সকালে ঢাকার কর্মস্থলে চলে যান। সারাদিন তার বাবা বাসায় একাই থাকতেন।
তিনি বলেন, একজন নারী আছেন যিনি গৃহকর্মীর কাজ করেন আর একজন দারোয়ান টুকটাক কাজ করে দেন। বাবা সাধারণত পরিচিত কোনো লোক ছাড়া দরজা খুলেন না। যিনি বা যারা এ ঘটনা ঘটিয়েছেন তারা বাবার পরিচিত হবার সম্ভবনাই বেশি। এ ঘটনার পরে থেকেই দারোয়ানের কোনো খোঁজ পাচ্ছি না। ঘরের প্রায় ১০ ভরি স্বর্ণ ও দেড় লাখ টাকাও নেই৷
এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20251026025447.webp) 
       -20251026025306.webp) 
       -20251026025147.webp) 
       -20251026024747.webp) 
       -20251026024521.webp) 
        
       -20251026024401.webp) 
       -20251026024228.webp) 
       -20251026023545.webp) 
        
       -20251026023050.webp) 
        
        
        
       -20251019140621.webp) 
        
       -Tower-in-Gopalganj-20251020201015.webp) 
       -20251020114155.webp) 
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন